Video: চিনের সঙ্গে সম্মুখ সমরে ভারতীয় সেনার হাতে `সনাতনী` হাতিয়ার ত্রিশূল, বজ্র!
সেনার বরাত পেয়ে ত্রিশূল, বজ্রের মতো অস্ত্র তৈরি করেছে বলে দাবি উত্তরপ্রদেশের অপাস্ত্রন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার।
নিজস্ব প্রতিবেদন: গালওয়ানে লোহার রড নিয়ে অতর্কিতে হামলা চালিয়েছিল চিনা সেনা। তার পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা অব্যাহত রয়েছে। ১৩ দফা বৈঠকের পরেও সমাধানসূত্র মেলেনি। চিনা সেনার মোকাবিলায় ত্রিশূল,বজ্রের মতো 'সনাতনী' হাতিয়ার তৈরি করল ভারত।
সেনার বরাত পেয়ে ত্রিশূল, বজ্রের মতো অস্ত্র তৈরি করেছে বলে দাবি উত্তরপ্রদেশের অপাস্ত্রন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার। সংস্থার কর্তা মোহিত কুমার জানান, ''আমাদের জওয়ানদের বিরুদ্ধে রড, লাঠি ব্যবহার করেছিল চিনারা। আমরা তাদের ঐ করেছিল অপ্রাণঘাতী অস্ত্র তৈরির বরাত দিয়েছিল সেনাবাহিনী। প্রতিপক্ষের মতোই আমরাও সনাতনী হাতিয়ার নির্মাণ করেছি।''
সম্মুখসমরে ত্রিশূল কার্যকারী। শুধু তাই নয় শত্রুর গাড়ি রুখে দিতেও সমর্থ এই হাতিয়ার। স্পাইক থাকায় বজ্র হাতিয়ার মুষ্টিযুদ্ধে সহায়তা করবে সেনাকে। একইসঙ্গে এটা দিয়ে বুলেটপ্রুফ গাড়ির চাকায় পাংচারও করা যাবে বলে দাবি মোহিতের। তাঁর সংযোজন, এর মধ্যে কোনও হাতিয়ারেই গুরুতর আঘাত লাঘার সম্ভাবনা নেই। এই হাতিয়ারগুলি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট করেননি মোহিত। তবে তাঁর দাবি, এগুলি সাধারণ মানুষের কাছে উপলব্ধ হবে না। শুধু জওয়ানরাই ব্যবহার করতে পারবেন। এনিয়ে সরকার বা সেনার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন- দুধেল গাইরা চটে গেলে ভোটব্যাঙ্ক চলে যাবে, তাই বাংলাদেশ নিয়ে মমতা চুপ: Suvendu