ওয়েব ডেস্ক: অনলাইন লেনদেনে এবার আধারের ব্যবহার আরও বেশি করে চাইছে কেন্দ্রীয় সরকার। পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর ক্যাবিনেটের সব মন্ত্রীরাই কম বেশি ক্যাশলেস সোসাইটি গড়ার পক্ষে সওয়াল করেছেন। বিশেষ করে অর্থমন্ত্রী অরুন জেটলি এবং আইটি মন্ত্রকের মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া তৈরির স্বপ্নকে আরও বেশি করে উৎসাহ দিয়েছেন। মেক ইন ইন্ডিয়ায় 'আধার নির্ভর ডিজিটাল লেনদেন' আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে বলেই মনে করছেন আইটি মন্ত্রকের মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ঘোষণা করেন, খুব শীঘ্রই ভারতে শুরু করা হবে 'আধার নির্ভর ডিজিটাল লেনদেন'। টিপসই অর্থাৎ আঙুলের ছাপই হবে এই ধরনের আধার নির্ভর ডিজিটাল লেনদেনের প্রধান স্তম্ভ। কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের দাবি, ভারতের মানুষ আধার নির্ভর ডিজিটাল লেনদেনে আরও সহজে নির্ভুল এবং নিরাপদভাবে অর্থের আদান প্রদান করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের গরিব এবং ধনীদের মধ্যেকার ফারাক দূর করে একটা সেতুবন্ধন করবে।