ওয়েব ডেস্ক: যেকোনও কিছুতেই এখন আধার কার্ড বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সরকারের সেই বাধ্যতামূলক কাজ এবার এক পরিবারের জন্য খুবই উপকার করল। এবার আধার তথ্যই পরিবারের কাছে ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া কিশোরকে। জানা গিয়েছে, শনিবার হারিয়ে যাওয়া ৩ প্রতিবন্ধী কিশোরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র আধার তথ্যের জন্য। অনেকদিন নিখোঁজ থাকার অবশেষে কিশোরদের ফিরে পেয়েছে তাদের পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ২৮ মে তারিখে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) লক্ষ্য করে যে, বাল্লারি অনাথ আশ্রমের ৩ কিশোরের বায়োমেট্রিক ডিসেলস নিচ্ছে না। কারণ, তাদের সেই তথ্য অন্য কোথাও দেওয়া রয়েছে।


সেই সূত্র ধরেই খোঁজ করে কিশোরদের আসল বাড়ি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় খুঁজে পায়। তার পর UIDAI কিশোরদের বাবা-মায়ের সঙ্গে দেখা করে এবং তাঁদের সঙ্গে হারিয়ে যাওয়া কিশোরদের মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। এভাবেই আধার তথ্যের মাধ্যমে কিশোরেরা ফিরে পায় তাদের পরিবার। আর পরিবার ফিরে পায় তাদের হারিয়ে যাওয়া সন্তানকে।


তথ্য চুরি বাঁচাতে কীভাবে লক করবেন আধার কার্ড? জেনে নিন