নিজস্ব প্রতিবেদন: আধার মামলায় আত্মপক্ষ সমর্থনে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ঢাল করল মোদী সরকার। সুপ্রিম কোর্টে কেন্দ্র সওয়াল করল, আধারের ব্যবহারে সরকারি টাকার অপব্যবহার রুখে দেওয়া যাবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যার্টনি জেনারেল কে কে বেনুগোপাল বলেন, ''প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, সামাজিক প্রকল্পে ১ টাকা খরচ হলে ১৫ পয়সা সাধারণের কাছে পৌঁছয়। আধার যে এই অপচয় আটকাতে পারবে, এবিষয়ে কোনও সংশয়ই নেই।'' 


আরও পড়ুন- আয়ুষমান ভারত প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, উপকৃত হবেন ৫০ কোটি দেশবাসী


আধারের বৈধতা নিয়ে মামলা চলছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে। বেণুগোপাল বেঞ্চের উদ্দেশে বলেন, ''আধারের মাধ্যমে ভুয়ো রেশন কার্ড, বিপিএল, প্যান ও বিভিন্ন সামাজিক প্রকল্পে ভূতুড়ে সুবিধাভোগীদের চিহ্নিতকরণ সম্ভব। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির কাছে সুবিধা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব।''