ওয়েব ডেস্ক: এতদিন পর্যন্ত গৃহস্থের রান্নাঘর পর্যন্তই ঢুকতে পেরেছিল আধার। এবার সরাসরি 'বাসর ঘরেও আধার হানা'। গ্যাসে আধার বাধ্যতামূলক, এটা পচে যাওয়া বাসি খবর, সবাই ইতমধ্যেই জানেন। টাটকা খবরটা হল, এবার নাকি বিয়ে করতে গেলেও লাগবে আধার কার্ড! আইন কমিশনের পরামর্শ, বিয়ের রেজিস্ট্রেশনেও বাধ্যতামূলক করা হোক আধার কার্ড। আইন কমিশনের আরও দাবি, বিয়ের রেজিস্ট্রেশনে আধার কার্ড বাধ্যতামূলক করে বিয়েতে জালিয়াতি বন্ধ করা যাবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিএস চৌহানের নেতৃত্বাধীন আইন কমিশন এর আগেই বিয়েতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার কথা জানিয়েছে। এবার সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার কথাই বলল আইন কমিশন। বিস্তারিত পড়ুন- এবার থেকে বিয়ে করলেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক