ওয়েব ডেস্ক : মিড ডে মিলেও এবার আধার বাধ্যতামূলক। স্কুলে যাঁরা মিডে ডে মিল রান্না করেন, বা তাঁদের হেল্পারদের আধার কার্ড থাকতেই হবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এর ফলে কাজে আরও স্বচ্ছতা আসবে, মত কেন্দ্রের। বাড়বে কাজের গতি। এজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিড ডে মিল কর্মীদের যাঁদের এখনও আধার কার্ড নেই, তাঁদের ৩০ জুনের মধ্যে তা বানিয়ে ফেলতে হবে। পরিচয় পত্র হিসেবে বা বিভিন্ন ক্ষেত্রে  ভর্তুকি মেলার জন্য আধারের ব্যবহার এখন বহু ক্ষেত্রে বাধ্যমূলক করে দিয়েছে কেন্দ্র। ভর্তুকির টাকা সরাসরি পৌছে যায় গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। স্কুল শিক্ষাতেও যে সব প্রকল্পে ভর্তুকি দেওয়া হয়, সেখানেও আধার-যোগে জোর দিচ্ছে সরকার।


আরও পড়ুন, স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই জানুন বিষয়টি...