ওয়েব ডেস্ক : মৃত্যুর রেজিস্ট্রিকরণ করতে ১ অক্টোবর থেকে বাধ্যতামূলক হল আধার। আধার বা এনরোলমেন্ট নম্বর ছাড়া পাওয়া যাবে না মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট। ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পরিচয় সংক্রান্ত গরমিল আটকাতে এই উদ্যোগ অনেকখানি সাহায্য করবে বলে আশাবাদী সরকার। যদিও নতুন এই নিয়মের আওতায় আসছে না জম্মু-কাশ্মীর, মেঘালয় ও আসাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি সরকারের তরফে জানানো হয়েছে যে, কোনও মৃত ব্যক্তির আধার তথ্য যদি ডেথ সার্টিফিকেটের জন্য আবেদনকারীদের অজানা থাকে, তবে তা সার্টিফিকেটের মাধ্যমে জানাতে হবে। সেখানে লিখতে হবে, "The dead person did not have an Aadhaar number to the best of my knowledge." তবে যদি কেউ ভুয়ো সার্টিফিকেট জমা দেন, তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।


আরও পড়ুন, ১১ লাখ ৪৪ হাজার 'জাল, নকল' প্যান কার্ড বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের