আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র
ওয়েব ডেস্ক: আধার-প্যান সংযুক্তিকরণের (লিঙ্কিং) সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। উল্লেখ্য, এর আগে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের জন্য ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আয়কর দফতর। করফাঁকি আটকাতেই এমন পদক্ষেপ আয়কর দফতরের। প্রসঙ্গত, সু্প্রিম কোর্টে এখন আধার মামলার রায় ঝুলে রয়েছে। তবে গোপনীয়তার অধিকার সংক্রান্ত সুপ্রিম রায় যে আধার-প্যান সংযুক্তিকরণের ক্ষেত্রে প্রভাব ফেলছে না, তা জানিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ। ৩১ জুলাই আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল, "আধারকে সংবিধানের পরিপন্থী বলা না হলে, সকল করদাতাকে আগামী ৩১ অগস্টের মধ্যে প্যান-আধার সংযুক্ত করতে হবে"। কিন্তু, দেশজুড়ে এই সংযুক্তিকরণের হার 'আশানরূপ' না হওয়ায় কেন্দ্রকে সময়সীমা বাড়াতে হল, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।