ওয়েব ডেস্ক : বন্যা কবলিত বিহারের জন্য ২৫ লক্ষ অনুদান দিলেন আমির খান। শুধু তাই নয়, বিহারে বন্যা কবলিত এলাকার মানুষকে সাহায্যের জন্য ভক্তদেরও অনুরোধ করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তহবিলে ২৫ লক্ষের চেক দেন আমির। তবে এই প্রথম বন্যা কবলিত এলাকার মানুষের জন্য এগিয়ে আসলেন আমির খান, তা নয়। এর আগে গুজরাত এবং অসমের বন্যা কবলিত এলাকার মানুষকে সাহায্যের জন্যও অনুদান দিয়েছেন আমির। ফলে, চলতি মাসে এই নিয়ে তিন বার বন্যা বিধ্বস্ত ৩ রাজ্যের মানুষের পাশে এসে দাঁড়ালেন আমির খান।


প্রসঙ্গত, চলতি বছর বিহারে বন্যার কবলে পড়েছেন কমপক্ষে ৭০ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৪১৫ জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিহারের দ্বারভাঙা। ওই জেলাতেই বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ২২ লক্ষ মানুষ। মুজফ্ফরপুর, সমস্তিপুরও বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে।