বিরোধীদের দাবি নিয়ম ভেঙে বিজেপির প্রচার, ভোটের বিজ্ঞাপন নিয়ে বিতর্কে আমির খান
ব্যুরো: ভোট দিন। বিজ্ঞাপনে মুম্বইবাসীকে শুধু এই অনুরোধটা করেই বিতর্কে আমির খান। ভোটের সকালে কাগজে-কাগজে বিজ্ঞাপনটি দেয় এক NGO। বিরোধীদের অভিযোগ, নিয়ম ভেঙে বিজেপির প্রচার হয়েছে এই বিজ্ঞাপনে। কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ভোট মিটে গেছে। তবে মুম্বইয়ে বিতর্ক মিটছে না। এবার বিতর্ক এক বিজ্ঞাপন নিয়ে।
বৃহন্মুম্বইয়ে বিজ্ঞাপন বিতর্ক
মঙ্গলবার ভোটের দিন মুম্বইয়ের একাধিক খবরের কাগজের পাতা জুড়ে ছিল এই বিজ্ঞাপন। মুম্বই ফার্স্ট নামে NGO-র বিজ্ঞাপনে রয়েছে আমির খানের ছবি, সঙ্গে অনুরোধ স্বচ্ছ, দায়বদ্ধ প্রশাসন করতে। আর এতেই চটেছেন বিরোধীরা। তারা বলছেন নির্বাচনী বিধি ভেঙে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। NGO-র অনুরোধের আড়ালে বিজেপির প্রচার হয়েছে। BJP-র স্লোগানেরই ছায়া দেখা গেছে এই বিজ্ঞাপনে। বিষয়টি নিয়ে মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ছে শিবসেনা। কংগ্রেসেরও একই অভিযোগ। তাঁরা সামনে এনেছে NGOটির সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে NCP-ও। NGOটি অবশ্য অভিযোগ মানছে না। তাঁরা বলছেন জনগণকে ভোটে উত্সাহ দিতেই এই বিজ্ঞাপন। রাজ্য নির্বাচন কমিশনার এস সাহারিয়া জানিয়েছে, কোনও যোগসাযোগ প্রমাণিত হলে তাঁরা ব্যবস্থা নেবেন।
এশিয়ার সব থেকে ধনী পুর সভা BMC। এতদিন এখানে রাজ করে এসেছে শিব সেনাই। তবে এবার আলাদা হয়ে ভোটে লড়ছে শিব সেনা আর বিজেপি। মায়া নগরীর রাজ্যপাট শেষ পর্যন্ত কার হাতে থাকে , এখন সেটাই দেখা। BMC ছাড়াও মহারাষ্ট্রের দশটি পুরসভা ও ১১ টি জেলাপরিষদের ভোট গণনা বৃহস্পতিবার।