জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আম আদমি পার্টি (এএপি) সাংসদ রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেতা পরিণীতি চোপড়াকে গত সপ্তাহে মুম্বইয়ে একটি ডিনার ডেটে একসঙ্গে দেখা যায়। এই ঘটনার পর থেকেই তারা আলোচনার কেন্দ্রে ছিলেন। যদিও তারা একে অপরকে ডেট করছেন কিনা তা নিশ্চিত অথবা অস্বীকার করেনি কোনও পক্ষই। যদিও রাঘব চাড্ডার প্রাক্তন AAP সহকর্মী সঞ্জীব অরোরা মঙ্গলবার তাদের 'ইউনিয়ন'- কে অভিনন্দন জানিয়ে একটি ট্যুইট করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অরোরা, যিনি রাজ্যসভার এই তরুণ রাজনীতিক নেতার সহকর্মী, তিনি ট্যুইট করে লিখেছেন, ‘আমি রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়াকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, তাদের মিলনে প্রচুর ভালবাসা, আনন্দ এবং সাহচর্য আসুক। আমার আন্তরিক শুভেচ্ছা!!!’।


 



পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে, মন্তব্য বিভাগে কিছু লোক চাড্ডা এবং চোপড়াকে তাদের 'এনগেজমেন্ট/বিয়ে'-এর জন্য অভিনন্দন জানিয়েছিলেন। অন্যদিকে এই ট্যুইট তাঁদের দুজনের সম্পর্কের বিষয়ে নিশ্চিত করছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করেছিল।


নিশ্চিত হতে, পোস্টটি তাঁদের দুজনের সম্পর্কে শিলমোহর নাও হতে পারে। এমনও হতে পারে যে এই ট্যুইটের মাধ্যমে আরোরা তাঁর সহকর্মীর সঙ্গে মস্করা করেছেন।


আরও পড়ুন: Urinating on flight: মাঝ-আকাশে ফের অভব্যতা! ইন্ডিগোর বিমানে এবার বমি, মলত্যাগ যাত্রীর....


'আপ রাজনীতি কে সাওয়াল করিয়ে...'


তাদের ভিডিয়ো এবং ছবি ভাইরাল হওয়ার পরে, চাড্ডাকে কিছু সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে তাদের বিয়ের কথা ভাবছেন কিনা। চোপড়ার প্রথম নাম নিয়ে একটি ওয়ার্ডপ্লে করে তিনি উত্তর দিয়েছিলেন, ‘আমি যেমন বলেছি, আপনার আমাকে রাজনীতি সম্পর্কে প্রশ্ন করা উচিত, পরিণীতি নয়। আমি কোনও সাসপেন্স তৈরি করতে চাই না...বিয়ে হলেই জানাব’।


আরও পড়ুন: Aadhaar Linking: অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা! আধার লিঙ্ক করাতে গিয়ে বিপাকে মহিলা


রাজ্যসভার চেয়ারম্যান এবং দেশে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখরও তাঁকে এই বিষয়ে টিপ্পনি কাটেন। তিনি মন্তব্য করেছিলেন, ‘আপনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জায়গা দখল করেছেন… এটি আপনার জন্য নীরবতা পালনের দিন হতে পারে’।


পুরনো বন্ধু


জানা গিয়েছে, রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তাঁরা দুজনেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে (এলএসই) একসঙ্গে পড়াশোনা করেছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)