ওয়েব ডেস্ক:  আরুষি হত্যা মামলায় তলোয়ার দম্পতিকে ক্লিনচিট দিল আদালত। তলোয়ার দম্পতি নির্দোষ বলে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৮ সালে ১৬ মে আবাসনের নিজের ঘর থেকে উদ্ধার হয় আরুষির দেহ। গলার নলি কাটা অবস্থায় পড়েছিল আরুষি। প্রথমে এই হত্যাকাণ্ডের পিছনে পরিচারক হেমরাজের হাত রয়েছে বলে মনে করা হচ্ছিল। পরেইদিনই আবাসনের ছাদ থেকে


হেমরাজের দেহ উদ্ধার হওয়ায় ঘটনার মোড় নেয় অন্যদিকে। তদন্তকারী এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসাবে তলোয়ার দম্পতি গ্রেফতার করেন। ২০১৩ সালে সিবিআই আদালত, তলোয়ার দম্পতিকেই দোষী সাব্যস্ত করে।


এটিকে পারিবারিক সম্মান রক্ষায় খুন বলে দাবি করেন তদন্তকারীরা। যদিও রাজেশের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ক্লোজার রিপোর্ট পেশ করে সিবিআই। গাজিয়াবাদের বিশেষ আদালত সেই ক্লোজার রিপোর্ট খারিজ করে দিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সেই বছরই সিবিআই-এর বিশেষ আদালত তলোয়ার দম্পতিকে যাবজ্জীবন সাজা দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তলোয়ার দম্পতি।