গোঁফ দিয়ে যায় চেনা...
তাঁরই একটি `আইডেন্টিটি মার্ক` হিসেবে নেটিজেনরা বেছে নিয়েছেন তাঁর গোঁফকেই। ভাইরাল হয়েছে অভিননিদনের গোঁফের আদলে আঁকা নকশা। সঙ্গে লেখা হরেকরকম ক্যাপশন। আর বেশ কিছুদিন ধরেই টাইমলাইল জুড়ে ঘুড়ছে সেসব ছবি।
নিজস্ব প্রতিবেদন: বন্দিদশা কাটিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে পা রাখলেন ভারতের মাটিতে। তখনও চোখ লাল হয়ে রয়েছে আঘাতে। ৪৮ ঘণ্টা স্নায়ু যুদ্ধের শেষেও এতটুকু মলীন হয়নি তার দীপ্তি। এখন স্যোশাল মিডিয়ার ট্রেন্ডিং থেকে পাড়ার চায়ের দোকান, মুখে মুখে ফিরছে ওই একটাই নাম, অভিনন্দন বর্তমান। কেউ বলছে 'এই বর্তমানই দেশের ভবিষ্যত' কেউ আবার বলছে 'সুপার হিরো' তিনিই। সব মিলিয়ে ট্রেন্ডিং-এ এখন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নাম।
তাঁরই একটি 'আইডেন্টিটি মার্ক' হিসেবে নেটিজেনরা বেছে নিয়েছেন তাঁর গোঁফকেই। ভাইরাল হয়েছে অভিননিদনের গোঁফের আদলে আঁকা নকশা। সঙ্গে লেখা হরেকরকম ক্যাপশন। আর বেশ কিছুদিন ধরেই টাইমলাইল জুড়ে ঘুড়ছে সেসব ছবি। সঙ্গে লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড়। তবে শুধু ভার্চুয়াল দুনিয়াতেই নয়। 'অভিনন্দন স্টাইলে' নিজেকে সাজাতেও শুরু করছেন অনেকেই। সংবাদ সূত্রে খবর, ভিড় জমে পাড়ার সেলুনেও। 'অভিনন্দন লুক' চাই তাঁদেরও। এদিকে আবার নিন্দুকরা বলছে 'যতই গোঁফ রাখো না কেন ভায়া, অভিনন্দনের মতো মোটেই হতে পারবে না।' আর এভাবেই ফেসবুক, টুইটারের টাইমলাইন জুড়ে চলছে কথার টক্কর, তর্ক-বিতর্ক। গুগুল ট্রেন্ডিংও বলছে 'গোঁফ হো তো অ্যায়সা'।
অভিনন্দনের গোঁফের ধরনটির পোশাকি নাম ‘গানস্লিংগার’। অনেক ক্ষেত্রে দক্ষিণ ভারতীয়দের এ ধরনের গোঁফ চোখে পড়ে। তবে এতদিন জাতি বিশেষে চোখে পড়লেও "বর্তমান" স্টাইল এটাই। গত শুক্রবার রাতে ভারতে ফেরেন অভিনন্দন বর্তমান। তার আগে থেকেই শিরোনাম জুড়ে ছিল তাঁর নাম। আর এখন সর্বত্রই বিরাজমান অভিনন্দন বর্তমান।