নিজস্ব প্রতিবেদন: 'বদলা নয়, বদল চাই।' ১১-র পালাবদলে এই স্লোগান দিয়েছিলেন 'পিসি'। তার ১০ বছর পর সেই স্লোগানই 'ভাইপো'র মুখে। ত্রিপুরা  হাইকোর্টের রায়ে আগরতলায় সভার অনুমতি মেলার পরই ফেসবুকে তৃণমূলের সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি,'তৈরি থাকুন বিপ্লববাবু।' সঙ্গে ছবিতে স্লোগান,'বদলা নয়, বদল চাই।' 
       
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর অন্য রাজ্যেও বিস্তারের কথা ঘোষণা করেছিলেন অভিষেক। সেই লক্ষ্যেই ত্রিপুরা ও গোয়ায় সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই ত্রিপুরায় একাধিকবার বাধা পেয়েছে তারা। অভিষেকের সভা ঘিরেও জলঘোলা হয়েছে। প্রথমে সভার অনুমতি মেলেনি। পরে সেখানে ১৪৪ ধারা জারি হয়েছে। উৎসব মেটার পর ৩১ অক্টোবর, রবিবার সভা করার কথা ঘোষণা করেন অভিষেক। সেই সভাও ত্রিপুরার প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ তৃণমূলের। তারা জানায়, করোনা রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছিল শুরুতে। পরে সভাস্থল পরিবর্তন করতে হবে বলে নেতৃত্বকে চিঠি দেয় পুলিস।               


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাত সাড়ে ৯টায় তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট জানিয়ে দিল,রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে পারবেন। তবে করোনার কারণে ৫০০ জনের বেশি থাকতে পারবেন না। তার পরই ফেসবুকে অভিষেকের পোস্ট। যার অর্থ, বাংলার মন্ত্রেই ত্রিপুরায় জয়ে লক্ষ্যে নামছে তৃণমূল। 



বলে রাখি, উপনির্বাচনের প্রচারেই অভিষেক ঘোষণা করেছিলেন, তিন মাসে গোয়ায় সরকার প্রতিষ্ঠা করতে চলেছে তৃণমূল। ত্রিপুরাতেও ক্ষমতার বদল হবে।    


আরও পড়ুন- Tripura: আদালতের রায়ে রবিবারই আগরতলায় Abhishek-র সভা, 'ঐতিহাসিক', বলল TMC


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)