নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতেই এবার হেরে গেল গেরুয়া শিবির। বারাণসীর মহাত্মা গান্ধী কৃষি বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনে হারলেন এবিভিপি প্রার্থী বাল্মিকী উপাধ্যায়। নির্দল প্রার্থী রাহুল দুবে কাছে হারলেন উপাধ্যায়। সমাজবাদী ছাত্র সভা তাঁকে টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবেই ছাত্র সংসদ নির্বাচনে লড়েন রাহুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাহুল দুবের প্রাপ্ত ভোট ২৩৬৫টি। অন্যদিকে এবিভিপি প্রার্থী বাল্মিকী উপাধ্যায় পেয়েছেন ১৩৯৩টি ভোট। অর্থাত্ ১০০০-এর বেশি ভোটে এবিভিপি প্রার্থীকে হারিয়ে জয় হাসিল করেছেন রাহুল দুবে। পাশাপাশি, সাধারণ সভাপতির পদটিও এবার হাতছাড়া হয়েছে এবিভিপির।


অভিযোগ, ফল ঘোষণার পরই জয়ী প্রার্থী দুবের হোস্টেলে ভাঙচুর চালান বাল্মিকীর সমর্থকরা। যদিও এবিভিপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।


আরও পড়ুন, এবারের নির্বাচনে হিমাচল বিরোধীশূন্য হতে চলেছে : মোদী