মোদীকে `বিরাট ফিটনেস` চ্যালেঞ্জ রাহুল-তেজস্বীর
: বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করার নরেন্দ্র মোদীকে নিশানা বিরোধীদের।
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করার পরই বিরোধী নিশানায় নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। পিছিয়ে নেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ নিয়ে মোদীকে চ্যালেঞ্জ করেছেন তিনি।
শরীরচর্চায় উত্সাহ বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিটনেস চ্যালেঞ্জ শুরু করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর। সেই চ্যালেঞ্জই প্রধানমন্ত্রীকে ছুড়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তা গ্রহণও করেছেন মোদী। প্রতিশ্রুতি দিয়েছেন, শিগগিরই নিজের ফিটনেস ভিডিও দেবেন। এই সুযোগেই মোদীকে চ্যালেঞ্জ করে দিয়েছেন তেজস্বী ও সুরজেওয়ালা।টুইটারে লালুপুত্র লিখেছেন, ''বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জের বিরোধিতা করছি না। যুবকদের চাকরি, কৃষকদের সাহায্য, দলিত ও সংখ্যালঘুদের উপরে হিংসা বন্ধের প্রতিশ্রুতি দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন?''
রাহুল গান্ধী আবার টুইটারে হুঁশিয়ারির সুরে লিখেছেন,''বিরাট কোহলি ফিটনেস চ্যালেঞ্জ আপনি গ্রহণ করায় খুশি হয়েছি। পেট্রোপণ্যের দাম কমান। নচেত্ দেশজুড়ে বিক্ষোভে নেমে আমরা দাম কমাতে বাধ্য করব। আপনার উত্তরের অপেক্ষায় রয়েছি।''
একের পর এক টুইট করে মোদীকে বিঁধেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি টুইট করেছেন, ''পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম কমিয়ে সাধারণ মানুষের আর্থিক স্বাস্থ্য উদ্ধার করুন। ৪ বছরে ১১ বার শুল্ক বড়িয়ে ১০ লক্ষ কোটি টাকা তুলেছে কেন্দ্র। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পালন করে কর্মসংস্থানের ফিটনেস বাড়ান। কৃষকেদের ফসলের উপরে সহায়কমূল্যের প্রতিশ্রুতি রক্ষা করুন। বিদেশ থেকে ৮৯ লক্ষ কোটি টাকার কালো টাকা ফিরিয়ে এনে দুর্নীতিবিরোধী ফিটনেস বাড়ান। দেশের নিরাপত্তার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। সংবাদমাধ্যমের লোকদেখানো নাটক ছেড়ে সুশাসন চ্যালেঞ্জ গ্রহণ করুন।''
নিজের দফতরে কসরত করে ফিটনেস চ্যালেঞ্জ দেন কেন্দ্রীয়মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে স্পাইডার প্ল্যাকস করেন বিরাট কোহলি। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শিগগিরই নিজের ফিটনেস ভিডিও আপলোড করার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গের বিকৃত মানচিত্রের ছবি টুইট করে বিতর্কে সুনীল দেওধর