ওয়েব ডেস্ক: গরুর উপর অ্যাসিড হামলার ঘটনায় এফআইআর দায়ের হল উত্তরপ্রদেশের আগ্রায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাজমহল থেকে ৫ কিলোমিটার দূরে ১০-১৫টি 'কর্মক্ষম নয়' এমন গরুকে আক্রমণের শিকার হতে হয়েছে। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই পশু চিকিত্সক, অতিরিক্ত সিটি ম্যাজিস্ট্রেট এবং পুলিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


ঘটনাটি প্রাথমিকভাবে প্রশাসনের নজরে নিয়ে আসে স্থানীয় গেরুয়া শিবির। আগ্রা জেলা বজরং দলের কো-অর্ডিনেটর মুকেশ গোস্বামী জানিয়েছেন, "কর্মানা এবং পার্শ্ববর্তী গ্রামে গোরুর উপর আক্রমণের খবর আমরা পেয়েছি, কিন্তু আক্রমণকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। রবিবার ৬টি গরু আক্রান্ত হয়, তারপরই আমরা প্রশাসনকে খবর দিই"।  অভিযোগ পেয়ে তেজগঞ্জ স্টেশন অফিসার রাজ সিং বলেন, "আইপিসি-র ৪২৯ ধারায় অজ্ঞাত পরিচয় আক্রমণকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।"