নিজস্ব প্রতিবেদন: টুলকিট-কাণ্ডে দিশা রবিকে ৩ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Toolkit Case-এ Climate activist Disha Ravi-কে  judicial custody-র নির্দেশ দেওয়া হল। তাঁর বিরুদ্ধে evidence tampering-এর অভিযোগ আছে। 


আরও পড়ুন: ভরা বাজারে কম্বলের তলা থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি পুলিসকে


কৃষক আন্দোলনকে সমর্থনের নামে দেশদ্রোহিতার অভিযোগ ছিল দিশার বিরুদ্ধে। ১৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। পরিবেশকর্মী দিশার বিরুদ্ধে ওই টুলকিটটি তৈরির অভিযোগও এনেছিল দিল্লি পুলিশের তদন্তকারীরা। যদিও দিশা জানিয়েছিলেন, তিনি টুলকিটটি বানাননি।


পাঁচদিনের পুলিশ হেফাজত শেষ হয় শুক্রবার। তাই দিশাকে শুক্রবার ফের আদালতে তোলা হয়। কৃষক আন্দোলনকে সমর্থনের ডাক দিয়ে নেটমাধ্যমে একটি টুলকিট শেয়ার করেছিলেন দিশা। তাতেই দেশদ্রোহিতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ করে দিল্লি পুলিশের সাইবার সেল।


আরও পড়ুন: চাপের মুখে নতিস্বীকার চিনের, গালওয়ান সংঘর্ষে নিহত সেনার নাম প্রকাশ জিংপিং সরকারের