ঋণখেলাপির দায়ে দোষী সাব্যস্ত সস্ত্রীক রাজপাল যাদব
২০১০ সালে `আতা পাতা লাপাতা` ছবি নির্মাণের জন্য দিল্লির ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা।
নিজস্ব প্রতিবেদন: পাঁচ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বলিউডের অভিনেতা রাজপাল যাদব ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত। ২৩ এপ্রিল সাজা ঘোষণা করবেন বিচারক।
২০১০ সালে 'আতা পাতা লাপাতা' ছবি নির্মাণের জন্য দিল্লির ব্যবসায়ী এমজি আগরওয়ালের কাছ থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা। ওই টাকা ফেরত না দেওয়ায় রাজপাল ও রাধার বিরুদ্ধে মামলা দায়ের করেন এমজি আগরওয়াল। ২০১৩ সালে শুনানি চলাকালীন তথ্য গোপন করায় ১০ দিনের জেল হেফাজতে ছিলেন রাজপাল যাদব। যাদব দম্পত্তির সম্পত্তি, অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও তাঁর সংস্থাকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।
২০১৫ সালে রাজপাল আদালতে দাবি করেছিলেন, ১.৫৮ কোটি টাকা ঋণ শোধ করেছেন তিনি। বাকি টাকা ৩০ দিনের মধ্যে মিটিয়ে দেবেন।
কোম্পানি, মালামাল উইকলি, হাঙ্গামা, ভুলভুলাইয়ার মতো ছবিতে অসাধারণ অভিনয় করেছেন রাজপাল যাদব।
আরও পড়ুন- আদিবাসী মহিলাকে জুতো পরিয়ে দিলেন মোদী, দেখুন ভিডিও