নিজস্ব প্রতিবেদন: আগেই জানিয়েছিল Zee ২৪ ঘণ্টা। সেই মতো বুধবারই দিল্লিতে সদর দফতরে বিজেপিতে যোগদান করলেন অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। এদিন বিজেপিতে যোগ দিয়ে মৌসুমিদেবী বলেন, 'নরেন্দ্র মোদীর বড় ভক্ত তিনি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে মুম্বই থেকে দিল্লিতে পৌঁছন মৌসুমি চট্টোপাধ্যায়। দিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরই এক সাংবাদিক বৈঠকে তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন কৈলাস। 


বিজেপিতে যোগ দিয়ে মৌসুমিদেবী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত তিনি। এখন তাঁর হাতে কিছু সময় রয়েছে। যা দিয়ে তিনি সমস্ত জীবের সেবা করতে চান। মৌসুমিদেবী বলেন, 'আমার একার এত কাজ করার শক্তি নেই। তাই বিজেপিকে সঙ্গে চাই।'


মৌসুমিদেবী বিজেপিতে যোগদান করতে পারে মঙ্গলবার প্রথম এখবর জানিয়েছিল Zee ২৪ ঘণ্টাই। এর পর মুম্বই প্রবাসী শিল্পীর সঙ্গে যোগাযোগ করলে তিনি খবরের সত্যতা স্বীকার করেন। জানা যায়, সেদিন মুম্বইয়ে মৌসুমিদেবীর বাড়িতে গিয়েছিলেন মুকুল রায়। সেখানেই তাঁকে বিজেপিকে যোগদানের প্রস্তাব দেন তিনি। 


সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন রাজ্যপাল : পার্থ


জনপ্রিয় ব্যক্তিত্বদের দলে টানতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে বিজেপি। সম্প্রতি 'সম্পর্ক ফর সমর্থন' নামে একটি কর্মসূচি নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাতে গোটা দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের কাছে গিয়ে তাঁদের দলকে সমর্থনের অনুরোধ জানান বিজেপি নেতারা। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বলিউডের বেশ কয়েকজন প্রবাসী বাঙালি শিল্পীকে তাদের দলে টানতে পারে বিজেপি। তাদের কয়েকজন লোকসভা নির্বাচনে এরাজ্য থেকে টিকিট পেতে পারেন বলেও মনে করা হচ্ছে।