জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গৌতম আদানি বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গিয়েছেন। এবার দ্রুত এশিয়ার ধনীতম ব্যক্তি হিসাবে তাঁর জায়গা অন্য কেউ নিয়ে নিতে পারে যদি তার সমষ্টির শেয়ারগুলির দরপতন অব্যাহত থাকে। ভারতীয় টাইকুন ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে চতুর্থ স্থান থেকে ১১ তম স্থানে নেমে এসেছেন। মাত্র তিনটি ব্যবসায়িক দিনে ৩৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৮ হাজার কোটি টাকার ব্যক্তিগত সম্পদ হারিয়ে গিয়েছে তাঁর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৮৪.৪ বিলিয়ন ডলার। বর্তমানে আদানি তাঁর প্রতিদ্বন্দ্বী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির থেকে মাত্র এক ধাপ উপরে রয়েছেন এই তালিকায়। আম্বানির মোট সম্পদের মূল্য ৮২.২ বিলিয়ন ডলার ৬৭ হাজার কোটি টাকার একটু বেশি।


হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদন প্রকাশের পর ‘স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতির’ অভিযোগে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারের বিক্রি তিন দিনে হ্রাস পেয়েছে। এরফলে ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি টাকা বাজার থেকে মুছে গিয়েছে।


বিলিয়নেয়ার্স ইনডেক্সে আদানি এখন মেক্সিকোর কার্লোস স্লিম, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমারের নিচে রয়েছেন।


আরও পড়ুন: Economic Survey 2022-23: সোমবার পেশ ২০২২-২৩ এর অর্থনৈতিক সমীক্ষা, জানুন এর ইতিহাস এবং গুরুত্ব


হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকেই গৌতম আদানির জন্য সমস্যা দেখা দিয়েছে। গৌতম আদানির কোম্পানির শেয়ারের দামে ব্যাপক পতন হয়েছে। এমনকি অনেক কোম্পানির শেয়ার লোয়ার সার্কিটে পড়েছে। এদিকে গৌতম আদানির কোম্পানি আদানি পোর্টসে বিনিয়োগকারী সিঙ্গাপুরের কোম্পানি একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছে। সিঙ্গাপুরের বিনিয়োগকারী টেমাসেক হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেড আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তার বিনিয়োগ চালিয়ে যাবে বলে জানা গিয়েছে।


অন্যদিকে আমেরিকার ফরেনসিক রিসার্চ ইনস্টিটিউট ক্রমাগত প্রতারণার জন্য আদানি গ্রুপকে টার্গেট করছে। 'দ্য স্ট্রেইটস টাইমস' সোমবার পাবলিক সেক্টর কোম্পানির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে যে টেমাসেক 'আদানি পোর্টস'-এর বিনিয়োগকারী হিসেবে থাকবে। আসলে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত, টেমাসেকের ৪৯৬.৫৯ বিলিয়ন ডলার সম্পদ ছিল।


আরও পড়ুন: Budget 2023: বাজেট পেশের আগেই সুখবর! এবার কত আয়ের উপর দিতে হবে না কোনও আয়কর?


সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩ সালে, আদানি বন্দরগুলির শেয়ারে পতন দেখা গিয়েছে। এনএসইতে স্টকটি ৬২০ টাকায় খোলা হয়েছে। এরপর দুপুর দেড়টা পর্যন্ত শেয়ারটির দর নেমেছিল ৫৮০ টাকার নিচে। এর বাইরে আদানির বাকি শেয়ারের দামও কমেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)