ওয়েব ডেস্ক: বিরোধীদের সমস্ত ওজর আপত্তি উড়িয়েই সংসদে পাশ হয়ে গেল আধার বিল। প্রবল রাজনৈতিক চাপের মুখেও নিজেদের অবস্থানেই অনড় থাকল মোদী সরকার। বিল পাসের ফলে এরপর সব সরকারি ভর্তুকি বা ভাতা পেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক।


আধার সংখ্যার জন্য নেওয়া ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা হবে কীভাবে? সেই বিষয়ে এর আগেই সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। উঠেছিল নাগরিকের ওপর নজরদারির প্রশ্নও। বিলটিতে ৪টি সংশোধনী এনে সুপারিশ হিসেবে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। তবে মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতার জেরে কাল লোকসভায় পাশ হয়ে গেল সেই বিল।   রাজ্যসভার সুপারিশে আলোচনা ছাড়াই বিল পাশে ক্ষুব্ধ বিরোধীরা।