কাশ্মীরে যা চলছে তা নির্যাতনের নামান্তর, লোকসভায় বললেন অধীর চৌধুরী
এদিন কেন্দ্রের সিদ্ধান্তকে একহাত নিয়ে অধীর বলেন, `দেশের সাংসদদের কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ ইউরোপীয় ইউনিয়নের সাংসদরা কাশ্মীর ঘুরে যাচ্ছেন। কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানাচ্ছে কেন্দ্রীয় সরকারই।`
নিজস্ব প্রতিবেদন: ফের একবার কাশ্মীর নিয়ে সংসদের ভিতরে সরব হলেন বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। এদিন কাশ্মীর নিয়ে সরকারের ভূমিকাকে কার্যত তুলোধোনা করেন তিনি। কেন্দ্রেই কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক সমস্যা করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার ছিল চলতি লোকসভার প্রথম শীতকালীন অধিবেশনের প্রথম দিন। এদিন অধিবেশনের শূন্যকালে কাশ্মীর নিয়ে সরব হন বহরমপুরের সাংসদ। বলেন, 'সংসদের অধিবেশন চলছে অথচ ন্যাশনাল কনফারেন্সের সাংসদ ফারুখ আবদুল্লা এখনো গৃহবন্দি। তাঁকে অধিবেশনে যোগ দিতে দেওয়া হোক।' কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার নামে নির্যাতন চলছে বলে মন্তব্য করেন তিনি।
এদিন কেন্দ্রের সিদ্ধান্তকে একহাত নিয়ে অধীর বলেন, 'দেশের সাংসদদের কাশ্মীরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ ইউরোপীয় ইউনিয়নের সাংসদরা কাশ্মীর ঘুরে যাচ্ছেন। কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানাচ্ছে কেন্দ্রীয় সরকারই।'
রাজ্য-রাজ্যপাল বিতর্কে মুখে কুলুপ আঁটল রাজ্য বিজেপি
বলে রাখি, এর আগেও জম্মু - কাশ্মীরের বিভাজন নিয়ে লোকসভায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন অধীর চৌধুরী। বলেছিলেন, 'যেখানে ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রসংঘের নজরদারি চলছে...যে সমস্যার সমাধানে সিমলা ও লাহৌর চুক্তি হয়েছে..তা কী করে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে।' সেই সময় অধীর চৌধুরীর পাশেই বসেছিলেন সোনিয়া গান্ধী। বিরোধী দলনেতার এই বয়ানে দৃশ্যত অস্বস্তিতে পড়েন তিনি।