নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত কি সাত পাকে বাঁধা পড়ছেন রাহুল গান্ধী? স্ত্রী ভাগ্যেই কি নির্বাচনী সাফল্য ধরা দেবে? কর্ণাটকে বিধানসভা ভোটের আগে হঠাত্ করেই শুরু হয়েছে জল্পনা। তা পাত্রী কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে উত্তরপ্রদেশের রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিংয়ের নাম। উল্লেখ্য, রায়বরেলির রাহুলের মা সনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোনা যাচ্ছে, রায়বরেলির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই প্রথম খবরটি ছড়ায়। তাহলে কি বিয়ের বাদ্যি বাজছে? না। সম্ভাব্য পাত্রী বলে দিয়েছেন, 'পুরোটাই গুজব। রাহুল গান্ধী আমার দাদা।' অদিতি সিংয়ের কথায়, ''এই ধরনের গুজবে আমি ব্যথিত। রাহুলজি আমার রাখিভাই।'' ফলে রাহুলের বিয়ের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কংগ্রেস নেতাকর্মীদের।     
         
তবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে অবশ্য ঘোরাফেরা করছে রাহুল ও অদিতির ছবি। সনিয়া গান্ধীর সঙ্গেও জুটির ছবি রয়েছে। তা অদিতির পরিচয় কী? প্রিয়াঙ্কা গান্ধীর খুব ঘনিষ্ঠ রায়বরেলির বিধায়ক অদিতি সিং। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি লাভ করেছেন তিনি। ২৯ বছরের অদিতি সিং রায়বরেলির পাঁচ বারের বিধায়ক অখিলেশ সিংয়ের কন্যা। প্রথমবার ৯০,০০০ ভোটের ব্যবধানে নির্বাচন জিতেছেন অদিতি। 


আরও পড়ুন- জিন্নাহর ছবি সরানোর যুক্তি কী? প্রশ্ন ইসলামিক সংগঠনের, পাল্টা বিজেপির