ওয়েব ডেস্ক : সরকারি চাকরির পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাও আবার CRPF-এর হেড কনস্টেবল পদের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষার জন্য প্রার্থীদের নামে অ্যাডমিট কার্ড ইস্ঠু করা হয়। এমনই এক কার্ডে এসেছে নরেন্দ্র মোদীর নাম ও ছবি। যদিও, আধিকারিকদের দাবি গোটা ঘটনাটি ইচ্ছাকৃতভাবে কোনও ব্যক্তি করেছে।



রামপুরে সিআরপিএফ-এ নিয়োগের পরীক্ষার জন্য ওই কার্ড ইস্যু করা হয়েছিল। নরেন্দ্র মোদীর নাম ও ছবি সহ ওই অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নম্বরও। তবে সেখানে প্রার্থীর জন্মের তারিখ ১৯৯২-এর ১৮-ই অক্টোবর। বাড়ি অমৃতসরের সমরই গ্রামে।


তবে, মজার বিষয় ওই রোল নম্বরের পরীক্ষার্থী পরীক্ষার দিন হলে হাজিরই হননি। বিষয়টি আধিকারিকদের নজরে আসার পরই অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া হয়।