নিজস্ব প্রতিবেদন: ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর ভারত সফররত পাকিস্তানের মন্ত্রীকে দেশ থেকে কার্যত খেদিয়ে দিয়েছিলেন তত্কালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। নিজের নতুন বইয়ে সে কথা লিখেছেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার প্রাক্তন রাষ্ট্রপতির লেখা 'দ্য কোয়ালিশন ইয়ারস ১৯৯৬-২০১২' বইটি প্রকাশিত হয়েছে। বইয়ে প্রণববাবু লিখেছেন, চার দিনের অভিযান চলার পর তিনি জেনেছিলেন, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মুম্বইতে সাংবাদিক বৈঠক করতে চলেছেন। কিন্তু সেই অনুষ্ঠানটি বন্ধ করতে চেয়েছিলেন তিনি। সেজন্য ফোন করেছিলেন পরিচিত এক সাংবাদিককে। বার্তা দেন, মেহমুদ কুরেশির সঙ্গে কথা বলতে চান তিনি।       


এরপরই ফোনে কুরেশিকে প্রণব মুখোপাধ্যায় বলেন,''এই পরিস্থিতিতে ভারতে থেকে আপনার কোনও কাজ নেই। আপনি ভারত ছেড়ে চলে যান। ভারত সরকারের বিমান আপনাকে ইসলামাবাদ পৌঁছে দিয়ে আসবে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে খুশি হব।'' তবে নিজের বিমানেই ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যান পাক বিদেশমন্ত্রী। 


আরও পড়ুন, ইউপিএ সরকারে প্রধানমন্ত্রী হিসেবে প্রণবই ছিলেন যোগ্যতম প্রার্থী : মনমোহন সিং