৩৫ বছর পর কাশ্মীরের রাস্তায় হিন্দুদের মিছিল! ভিডিয়ো শেয়ার করলেন তথাগত রায়
তথাগত রায়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন ঢোল-করতাল নিয়ে বেরিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন- ৩৫ বছর পর কাশ্মীরের রাস্তায় হিন্দুর মিছিল বের করতে পারলেন। আর এই মিছিলের ভিডিয়ো শেয়ার করে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় লিখলেন, #মোদী ক্যান, মোদী উইল। অর্থাত্, তিনি বোঝাতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপত্যকায় সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষায় সফল হয়েছেন। গত ৩৫ বছরে জম্মু-কাশ্মীরে কোথাও হিন্দু্দের মিছিল বেরোয়নি। ৩৫ বছরে প্রথমবার এমনটা হওয়ায় আর উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না বাংলার বিজেপি নেতা তথাগত রায়। হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই মিছিলে দেব-দেবীদের সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। মিছিল শান্তিপূর্ণভাবেই এগিয়ে গিয়েছিল।
তথাগত রায়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন ঢোল-করতাল নিয়ে বেরিয়েছেন। সেই মিছিলে ঘন ঘন হরে রাম হরে কৃষ্ণ রব উঠছে। একসঙ্গে বহু মানুষ সেই মিছিলে হেঁটে যাচ্ছেন। মুসলিম অধ্যুষিত কাশ্মীরর উপত্যকায় এমন ছবি বিরল বটে! আর তাই ভিডিয়ো শেয়ার করে তথাগত রায় লিখেছেন, ''৩৫ বছরে এই প্রথম কাশ্মীরের হিন্দুরা উপত্যকায় এমন মিছিল বের করতে পারলেন।'' সেই মিছিলে একটি গাড়িতে দেব-দেবীর ছবি ও বিগ্রহ সাজানো রয়েছে। আর সেই গাড়ির সামনে-পিছনে ভক্তরা ঈশ্বরের নাম-সংকীর্তন করে এগিয়ে যাচ্ছেন।
সেই মিছিল ঘিরে ছিল পুলিসের বিশাল বাহিনী। কোনওরকম অপ্রত্যাশিত ঘটনা প্রতিরোধের জন্য পুলিস তৈরি ছিল। তবে ভক্তরা ভজন গাইতে গাইতে মিছিল এগিয়েছে। কোনওরকম অবাঞ্ছিত ঘটনা ঘটেনি। অনেকটা সময়ই কাশ্মীরের রাস্তায় ছিল হিন্দুদের এই মিছিল। যা কি না জম্মু-কাশ্মীরের ইতিহাসে বিরল ঘটনাই বটে।