নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভায় বিরোধীদের তুমুল বিতণ্ডা, হইচই, বিক্ষোভ। তার মাঝে রবিবার ধ্বনিভোটে পাশ হয়ে গেল কৃষি সংক্রান্ত দু'টি বিল। বিল পাশের পর টুইটারে প্রধানমন্ত্রী দাবি করলেন, কৃষকদের দ্বিগুণ আয়ের পথ সুগম হল। মধ্যস্থতাকারীদের হাত থেকে রক্ষা পেলেন কৃষকরা। এর পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার ব্যবস্থা চালু থাকবে বলে আশ্বাসও দিলেন মোদী।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যসভায় কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত জোড়া বিল পাশ হওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়,''আজ দেশের কৃষি ইতিহাসে যুগান্তকারী দিন। সংসদে গুরুত্বপূর্ণ বিলটি পাশ হওয়ার পর পরিশ্রমী অন্নদাতাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধুমাত্র কৃষিক্ষেত্রে আমূল বদলই আনবে না, বরং কোটি কোটি কৃষকের স্বার্থ সুরক্ষিত করবে।'' 



প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন,''কয়েক দশক ধরে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে ভারতীয় কৃষকদের। মধ্যস্থতাকারীদের হেনস্থার শিকার হয়েছেন। সেই সব অসুবিধা দূর করে দিল সংসদে পাশ হওয়া বিল। এতে কৃষকদের দ্বিগুণ আয়ের পথ আরও সুগম হল।''      
        



দেশের কৃষিক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন ছিল, তা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর টুইট, আমাদের কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির দরকার। এতে পরিশ্রমী কৃষকরা সহযোগিতা পাবেন। ভবিষ্যৎ প্রযুক্তির পথ খুলে গেল। বাড়বে উৎপাদন, ভালো ফলন হবে। এটা স্বাগত জানানোর মতো পদক্ষেপ।


 



ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার ব্যবস্থাও চালু থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়,''ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কিনবে সরকার। আমরা কৃষকদের সেবা করতে এসেছি। সবরকম পদক্ষেপ করব। তাঁদের আগামী প্রজন্ম যাতে সুন্দর জীবন পায়, তা নিশ্চিত করব আমরা।''                



শুক্রবারই বিল নিয়ে বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, ''ভুয়ো খবর ছড়িয়ে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে।''


আরও পড়ুন- উত্তপ্ত আবহের মধ্যেই রাজ্যসভাতেও পাশ হয়ে গেল গুরুত্বপূর্ণ দুই কৃষি বিল