ওয়েব ডেস্ক: শুক্রবার মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'হাসিনা পার্কার'। দাউদের বোন হাসিনা পার্কারকে নিয়ে ছবিটি মুক্তির আগেই চলে এল গোয়েন্দাদের আতসকাচের নীচে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সোমবার হাসিনার বাড়ি থেকে তোলাবাজির অভি‌যোগে দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করেছে থানে পুলিশ। পার্কারের মৃত্যুর পর ডি কোম্পানি সামলাচ্ছিল ইকবাল কাসকর। তোলাবাজির টাকা হাসিনা পার্কার ছবিটিতে লগ্নি করা হয়েছে কি না, তা তদন্ত দেখছে পুলিশ। পুলিশ কমিশনার পরমবীর সিং মিড ডে-কে জানিয়েছেন, ডি কোম্পানি আগে তোলাবাজির বলিউডের ছবিতে খাটাত। তেমনটাই এক্ষেত্রে হয়ে থাকতে পারে। কাসকরকে জেরা করে দাউদ ইব্রাহিমের ব্যাপারেও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।


কাসকরের সঙ্গে গ্রেফতার করা হয়েছে মুমতাজ শেখ ও ইসরার আলি সায়েদ আলিকে। তাদের আট দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 


আরও পড়ুন, মোদীর ভয়ে পাকিস্তানে চার বার আস্তানা বদলেছে দাউদ, জেরায় জানাল ভাই