নিজস্ব প্রতিবেদন: লেনিন, পেরিয়ার, শ্যামাপ্রসাদ, আম্বেদকরের পর এবার ভাঙল বজরংবলির মূর্তি। ঘটনাটি উত্তর প্রদেশের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর প্রদেশের বালিয়া জেবার খারুভ গ্রামে একটি মন্দিরে ভাঙা হয়েছে হনুমানের প্রতিমা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন জনৈক রাম দীনেশ তিওয়ারি। মূর্তিতে সাঁটানো হয়েছে একটি পোস্টার। 


ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই গ্রামে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল একটি হনুমানের। গ্রামবাসীরাই তার অন্ত্যেষ্টি করেন। ওই জায়গায় তৈরি করা হয় একটি হনুমান মন্দির।  


আরও পড়ুন- হাদিয়া-সাফিনের বিয়ের বৈধতা দিল সুপ্রিম কোর্ট, চলতে পারে 'লভ জিহাদে'র তদন্ত