ওয়েব ডেস্ক: বাহিনীতে দুর্নীতির অভিযোগে মুখ খুললেন আরও এক সেনাকর্মী।  এবার সরব হলেন জম্মু ব্যাটেলিয়নের নার্সিং অ্যাসিস্ট্যান্ট রাম ভগত। বাহিনীর খাবার থেকে গাড়ি। এক গুচ্ছ অভিযোগ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এ যেন পুরো প্যান্ডোরার বাক্স। এতদিন যা কানাঘুষো শোনা যেত, তা এবার প্রকাশ্যে। একের পর এক মুখ খুলেছেন বাহিনীর নিচু তলার কর্মীরা। বৈষম্যের অভিযোগে সরব হচ্ছেন। শুরুটা করেন জম্মু সীমান্তে কর্মরত BSF জওয়ান তেজবাহাদুর যাদব। ক্যাম্পের খারাপ খাবারের ছবি পোস্ট করেন। তেজ বাহাদুরের পথেই হাঁটলেন জম্মু ব্যাটেলিয়নের এক নার্সিং অ্যাসিস্ট্যান্ট। খারাপ  খাবারের অভিযোগ তুলে সরব হলেন, তবে শুধু খাবারে দুর্নীতির অভিযোগেই আটকে থাকেননি রাম ভগত। রীতিমতো বোমা ফাটিয়ে তাঁরা দাবি, অর্ধেক জওয়ানকে দিয়ে অফিসারদের কুকুরের দেখভাল করানো হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার


BSF -এর তেজ বাহাদুর যাদব। CRPF- এর  জিত্‍ সিং। প্রাক্তন বায়ুসেনা কর্মী সুরেশ যাদব। সেনার ল্যান্স নায়েক যজ্ঞপ্রতাপ সিং। রাম ভগত, তালিকা ক্রমশ বড় হচ্ছে। সারা দেশের কাছে বড় হয়ে উঠছে একটাই প্রশ্ন। সত্যিই ভাল আছেন তো আমাদের দেশের জওয়ানরা?


আরও পড়ুন  রোজ নিয়মিত হাততালি দিলে শরীরের এই পাঁচটি উপকার পাবেন