নিজস্ব প্রতিবেদন: রাজ্যে লাগু হয়েছে নয়া আবগারি নিয়ম। আর নয়া নিয়মে শুক্রবার অর্থাৎ পয়লা অক্টোবর থেকে বন্ধ হতে চলেছে রাজ্যের প্রায় ৮৫০টি মদের দোকান। যার মধ্যে ২৬৬টি বেসরকারি মদের দোকান। কারণ নয়া টেন্ডারে প্রাইভেট সংস্থার হাতে ওই মদের দোকানগুলো তুলে দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর থেকে মদের পাইকারি বিকিকিনি শুরু করবেন নয়া লাইসেন্স হোল্ডাররা। ওই সময় খোলা থাকবে সরকারি মদের দোকান। তবে ১৬ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে সেগুলো। চিন্তার ভাঁজ দিল্লির সুরাপ্রেমীদের কপালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Income Tax Department Recruitment 2021: বৃহস্পতিবার আবেদনের শেষ দিন, আয়কর দফতরে শূন্যপদ ২৮


১. মদের ব্যবসা থেকে জালিয়াতি দূর করেতে উদ্যোগ নিয়েছে সরকার। এতে ক্রেতাদেরও অনেক সুবিধা হবে।


২. মদের দোকানগুলোকে ৩২টি জোনে ভাগ করে, রাজ্যজুড়ে সমবণ্টণ প্রক্রিয়া শুরু করতে চাইছে সরকার।


৩. ১৭ নভেম্বর থেকে নিজেদের নির্ধারিত দামে মদ বিক্রি করতে পারবেন কৃষকরা।  MRP বা ধার্য দাম মানার প্রয়োজন নেই।


৪. মদের পাইকেরি দাম ধার্য হবে গাণিতিক ফর্মুলার দ্বার।


৫. নয়া আবগারি নিয়ম লাগু হওয়ায় সরকারের আশা বাড়বে রোজগার। প্রায় ১০ হাজার কোটি টাকা লাভ করবে শাসক।


৬. মদ ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই ২১ বছরের বেশি বয়সী হতে হবে।


৭.প্রতিটি মদের দোকান থাকতে হবে যথাযথ আলো।  হতে হবে বাতানুকূল। থাকতে হবে কাঁচের দরজা এবং সিসি ক্যামেরা। রাখতে হবে প্রতি মাসের রেকর্ডিং।


আরও পড়ুন: Congress crisis: ফের কংগ্রেস অন্দরে অসন্তোষ, জরুরি বৈঠক চেয়ে সোনিয়াকে চিঠি গুলাম নবি-সিব্বলদের


৮. প্রতিটি মদের দোকানে নিয়মানুযায়ী নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। নিরাপত্তার ব্যবস্থা রাখা বিক্রেতার দায়িত্ব। কোনও মদের দোকানের বিরুদ্ধে অভিযোগ এলে এবং তা সত্য প্রমাণিত হলে, লাইসেন্স বাতিলও করা হতে পারে।


৯. নয়া নিয়মে কোনও ভাবেই দোকানের বাইরে ভিড় বরদাস্ত করা হবে না।


১০. যদিও মদের হোম ডেলিভারির বিষয়টি নয়া নিয়মে।