ওয়েব ডেস্ক: জানেন উরি হামলার পর ইতিমধ্যে ঠিক কতবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান? শুনলে চমকে যাবেন। কারণ, উরি হামলার পর থেকে এই নিয়ে কমপক্ষে ষাটবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত দু সপ্তাহে পাক হামলায় ৮জওয়ান শহিদ হয়েছেন। মারা গেছেন ৮ ভারতীয় নাগরিকও। গোলাগুলি-মর্টারই এখন সীমান্তবর্তী গ্রামগুলির রোজ নামচা।যুদ্ধ না হলেও যুদ্ধেরমতোই আবহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!


আসলে, সার্জিকাল স্ট্রাইকে মুখ পোড়ার পর পাকিস্তানের অভ্যন্তরে চাপ বাড়ছে সেনা প্রধান রাহিল শরিফের উপর। তাই অবসরের আগে একটা দাগ রেখে যেতে চাইছেন তিনি। সেই লক্ষ্যেই বিরাম নেই পাকিস্তানের ছায়া যুদ্ধের।


আরও পড়ুন  পাক বাহিনীর বিনা প্ররোচনার হামলা থেকে রেহাই নেই আমজনতারও