উত্তর প্রদেশের হজ হাউসে গেরুয়া রং করলেন যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশের ক্ষমতায় আসার পর নিজের সরকারি আবাসের `গেরুয়াকরণ` করছেন যোগী আদিত্যনাথ। এবার গেরুয়া পোঁচ পড়ল হজ হাউসে।
নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের ক্ষমতায় আসার পর নিজের সরকারি আবাসের 'গেরুয়াকরণ' করছেন যোগী আদিত্যনাথ। এবার গেরুয়া পোঁচ পড়ল হজ হাউসে।
মক্কায় হজ করতে যাওয়ার পথে হজ হাউসে বিশ্রাম নেন সংখ্যালঘুরা। সেই হজ হাউসের পাঁচিলে পড়েছে গেরুয়া রং পোচ। সরকারের এই পদক্ষেপের পরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তবে সমালোচনা উড়িয়ে দিয়েছেন যোগী সরকারের মন্ত্রী মহসিন রাজা। তাঁর ব্যাখ্যা, ''গেরুয়া খুব উজ্জ্বল রং। নতুন রঙে বাড়িটি সুন্দর লাগছে। এটা বিতর্কের কোনও বিষয়ই নয়।''
আরও পড়ুন- নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী হতে পারেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক
দিন কয়েক আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবন লালবাহাদুর শাস্ত্রী আবাস গেরুয়া রঙে সেজেছে।