নিজস্ব প্রতিবেদন: তিন বাহিনীর প্রধান মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। মনে করা হচ্ছে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বাস্তবায়নের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হবে। নতুন সামরিক নিয়োগের এই প্রকল্পের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, তিন বাহিনীর প্রধানরা এই প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানাবেন। তবে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানদের মধ্যে এই বৈঠকের বিষয় আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি।


১৪ জুন নতুন সামরিক নিয়োগের মডেল ঘোষণা করার পরে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখা দেয়। অগ্নিপথ প্রকল্পে ১৭ থেকে ২১ বছর বয়সী যুবদের মাত্র চার বছরের জন্য নিয়োগের কথা বলা হয়েছে। এদের মধ্যে ২৫ শতাংশকে চার বছরের শেষে আরও ১৫ বছরের জন্য নিযুক্ত করা হবে বলেও জানা গিয়েছে।


আরও পড়ুন: International Yoga Day: 'যোগ জীবনে শান্তি আনে', যোগদিবসে কর্ণাটকে বললেন প্রধানমন্ত্রী মোদী


কয়েকদিন পরে, সরকার ২০২২ সালে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা বাড়িয়ে ২৩ বছর করেছে। নতুন এই প্রকল্পের অধীনে নিয়োগ করা কর্মীরা 'অগ্নিবীর' নামে পরিচিত হবে।


বেশ কিছু বিরোধী দল এবং প্রাক্তন সামরিক কর্তারা, ৭৫ শতাংশ কর্মীকে মাত্র চার বছরের মেয়াদে নিয়োগ করার বিরুদ্ধে প্রশ্ন তুলে এই প্রকল্পের সমালোচনা করেছেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)