নিজস্ব প্রতিবেদন: ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তার ঠিক আগে ইজরায়েলি অস্ত্র নির্মাণকারী সংস্থার সঙ্গে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল করল ভারত। নরেন্দ্র মোদীর সরকারের এই সিদ্ধান্তে হতাশ ওই ইজরায়েলি সংস্থা রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম লিমিটেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা পিটিআই-কে ওই সংস্থা দাবি,ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের কথা জানিয়ে দিয়েছে। স্পাইক নামে একটি ক্ষেপনাস্ত্র ধ্বংসকারী ট্যাঙ্কের বরাত পেয়েছিল ওই রাফাল। ২৬টি দেশে এই ট্যাঙ্ক ব্যবহার করা হয়। কঠিন পরীক্ষায় পাশ হওয়ার পর ওই ইজারায়েলি সংস্থাটিকে নির্বাচন করেছিল ভারত। কী কারণে চুক্তি বাতিল করা হল, তা জানানো হয়নি। 


আরও পড়ুন- পাকিস্তানের হামলায় জন্মদিনেই শহিদ বিএসএফ জওয়ান


সাউথব্লক সূত্রে খবর, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে  সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের দাবি করেছিল ভারত। তাতে সম্মত হয়নি ওই সংস্থা।