ওয়েব ডেস্ক: ফের সংযুক্ত হল আম্মার দল। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পন্নিরসেলভাম। পাশাপাশি অর্থ দফতরও থাকবে তাঁর দায়িত্বে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাতে হাত রেখে তাঁদের দুজনেরই বক্তব্য, 'আম্মা এই দলের মা। আম্মাই চেয়েছিলেন তাঁর অবর্তমানেও যেন এই দল আরও একশো বছর বেঁচে থাকে। দলের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্ত। আমরা খুব শীঘ্রই আবার দলের প্রতীক ফিরে পাব। আম্মার স্বপ্নপূরণ করব।' তিনি আরও বলেন, 'তাঁরা একই মায়ের দুই সন্তান। দুজনেরই সিদ্ধান্ত দলের ভালোর জন্যই।'


জয়ললিতার মৃত্যুর পরপরই ভিকে শশীকলার দলে ও সরকারে ক্ষমতার শীর্ষে বসার বসনা থেকে যে বিবাদের সূচনা তারই পরিণতি হয়েছিল ভাঙনে। আলাদা দল গড়েছিলেন 'আম্মার পছন্দের' তত্কালীন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভাম। সেই বিচ্ছেদ আজ ঘুচে গেল শশীকলা-দিনাকরণকে কোণঠাসা করার শর্তে। ফের এক হয়ে গেল পন্নিরসেলভাম ও পালানিস্বামী।