ওয়েব ডেস্ক : ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি চপার। প্রশিক্ষণ চলাকালীন শুক্রবার ভোর ৬টা  নাগাদ আচমকাই অরুণাচল প্রদেশে ভেঙে পড়ে বায়ুসেনার ওই চপারটি। তাওয়াং-এর কাছে এমআই-১৭ নামে ওই চপারটি ভেঙে পড়ার পরই শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে কী কারণে ভারত-চিন সীমান্তের কাছে চপারটি ভেঙে পড়েছে, সে  বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও একজন। প্রশিক্ষণ চলাকালীন বায়ুসেনার ওই চপারে ছিলেন ৫ জন অফিসার এবং ২ সেনা জওয়ান।