নিজস্ব প্রতিবেদন: এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আগুন লেগে আতঙ্ক ছড়াল নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার গভীর রাতে ওই ঘটনা ঘটে দিল্লি-সান ফ্রান্সিসকো গামী বেয়িং বি ৭৭৭-২০০ এলআর বিমানে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জইশের টার্গেটে আদিত্যনাথ-কেজরিওয়াল; ধর্মীয় স্থান-রেলস্টেশন, উত্তরপ্রদেশে জারি হাই অ্যালার্ট


ঘটনার সময় বিমানটি তখনও বে-তে দাঁড়িয়ে ছিল। তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগে বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে। সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলা হয়। ঘচনাটি ঘটে বিমানে এসি মেরামত করার সময়ে। সে সময় বিমানে কোনও যাত্রী ছিলেন না।



আরও পড়ুন-হাওড়ায় আইনজীবীদের ওপরে লাঠিচার্জ, প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি একাধিক আদালতে


এদিকে, বুধবার মুম্বই-কলম্বো-মুম্বই রুটে নতুন একটি বিমান চালানোর কথা ছিল এয়ার ইন্ডিয়ার। কলম্বোর বোমা বিস্ফোরণের কথা মাথায় রেখে তা আপাতত বাতিল করা হয়।