জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বোমা হামলার হুমকি! হুমকির সংখ্যা বেড়ে একরাতেই ৭৯। এবার শুধু ভারতীয় বিমানই নয়, ভারতীয় বিমান এবং আন্তর্জাতিক বিমান মিলিয়ে মোট ৭৯টি বোমা হামলার হুমকি। ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, আকাসা এবং ইন্ডিগোর বিমানে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Bomb Threat in Indian Planes: তিন দিনে ১৯ বোমাতঙ্ক, একের পর এক বিমানের জরুরি অবতরণ! বড় নাশকতা আসন্ন?


সূত্রের খবর, সোমবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে হুমকি আসে। ইন্ডিগোর ২৩টি বিমান, ভিস্তারার ২১ টি বিমান, আকাসার ১২টি বিমান এবং এয়ার ইন্ডিয়ার ২৩টি বিমানে হুমকি দেওয়া হয়েছে। হুমকিগুলি জেদ্দা, ইস্তাম্বুল এবং রিয়াধের মতো জায়গাগুলিকে লক্ষ্য করে দেওয়া হয়েছে।  ক্ষতিগ্রস্ত বিমানগুলির মধ্যে ছিল ইন্ডিগোর বিমান 6E 164 ম্যাঙ্গালুরু থেকে মুম্বাই, ইন্ডিগোর বিমান 6E 75 আহমেদাবাদ থেকে জেদ্দা, এয়ার ইন্ডিয়ার বিমান AI101, AI103, AI105 এবং ভিস্তারার বিমান UK17, UK21 ।  যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং পুঙ্খানুপুঙ্খ চেক করা হয়। এর জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তবে চরম ভোগান্তি পোহাতে হয়েছে কয়েকশো যাত্রীকে। এর জেরে উড়ান সংস্থাগুলিও বিপাকে পড়েছে। 


আরও পড়ুন- Military Officer Love: হাতে হাত রেখে শেষ হোক আমাদের! ২ সেনা অফিসারের আত্মহত্যা বা একটা ট্র্যাজিক প্রেম...


এক সপ্তাহে কমপক্ষে ১৬৯টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েক দিনে একাধিক এই ধরনের ভুয়ো হুমকি এসেছে, যা উল্লেখযোগ্যভাবে সারা দেশে বিমান পরিচালনা ব্যাহত করেছে। দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা সংস্থা এবং পুলিশ বাহিনী হুমকিগুলো তদন্ত করছে এবং অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং জরুরী প্রতিক্রিয়া কর্মীদের বিভিন্ন ভারতীয় বিমানবন্দরে সতর্ক করা হয়েছে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)