ওয়েব ডেস্ক: কলকাতা-অন্ডাল-দিল্লি রুটে বিমান পরিষেবা এমাসের ১৭ তারিখ থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এই রুটে দৈনিক যাত্রী সংখ্যা অত্যন্ত কম হওয়ার কারণেই রুট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সূত্রের খবর, অন্ডাল বিমান বন্দরের দায়িত্বে থাকা বেঙ্গল অ্যারিট্রোপলিস সংস্থা শুরু থেকেই চুক্তিমত ভর্তুকির টাকা না দেওয়ায় সমস্যায় পড়েছে এয়ার ইন্ডিয়া। যদিও এয়ার ইন্ডিয়ার দাবি, পরিষেবাগত সমস্যার কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে উড়ান। গত ডিসেম্বরেই বেঙ্গল অ্যারিট্রোপলিস সংস্থার তৈরি নতুন বিমানবন্দর থেকে দুর্গাপুর-কলকাতা-দিল্লি ও দিল্লি-কলকাতা-দুর্গাপুর রুটে চালু হয় উড়ান পরিষেবা। শুরুর ছমাসের মধ্যেই সেই পরিষেবা বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া। তবে ওই রুটে অন্যান্য বিমান সংস্থার উড়ান চালু থাকছে।