নিজস্ব প্রতিবেদন: পাইলট আর এক ক্রু মেম্বারের বচসার জেরে প্রায় ১ ঘণ্টা দেরিতে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। অভিযোগ, যাত্রীদের সামনেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এই দুই বিমানকর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এআই-৭২২ ফ্লাইটে ঘটনাটি ঘটেছে। ঘটনায় ক্রু মেম্বারের দাবি, পাইলট নিজের টিফিন বক্স তাঁকে ধুয়ে দিতে বলেন। পাইলটের এই নির্দেশে বেজায় চটে যান ওই ক্রু মেম্বার। আর তার পর থেকেই শুরু হয় দুজনের বচসা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।


আরও পড়ুন:বছর ছয়েকের ধর্ষিতা শিশুকে বিনা চিকিত্সায় রেফার! ভাঙচুর হাসপাতালে


এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বিরক্ত এআই-৭২২ ফ্লাইটের যাত্রীরা। যাত্রীদের অভিযোগ বিমানের এই বিবাদের জেরে নির্ধারিত সময়ের থেকে ৭৭ মিনিট দেরিতে উড়েছে বিমানটি।