ওয়েব ডেস্ক: অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত উড়ান আর্থিক ক্ষতিস্বীকার করে চালানো সম্ভব নয়। জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যে কোনও রুটে বিমান চালানো লাভজনক হতে হবে, সেটাই তাদের কাছে প্রথম বিবেচ্য বলে মনে করে এয়ার ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্থিক ক্ষতি করে কোনও উড়ান চালু করতে চায় না তারা। এয়ার ইন্ডিয়ার বক্তব্য, বিমান চালাতে গিয়ে যদি আর্থিক ক্ষতি হয়, তবে তা পুষিয়ে দিতে হবে অন্ডাল বিমানবন্দরকে। এই শর্তে রাজি হলেই বিমান চালানো সম্ভব বলে রাজ্যকে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।  


আরও পড়ুন- ৬ কোটির কেলেঙ্কারি, উধাও চাল


কলকাতা থেকে সরাসরি লন্ডন পর্যন্ত উড়ান চালানোর যে প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার, সেই প্রস্তাবও খারিজ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের বক্তব্য, যেহেতু প্রয়োজনীয় যাত্রী হওয়ার সম্ভাবনা নেই, তাই এখনই কলকাতা লন্ডন সরাসরি উড়ান চালু করার প্রয়োজন নেই।


আরও পড়ুন- মালদার খুনের তদন্তে কিনারার পথে পুলিস