নিজস্ব প্রতিবেদন: আরও একটা সাফল্য পেল ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ওডিশায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র অস্ত্রের পরীক্ষায় মিলল সাফল্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৭০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অস্ত্র ক্ষেপণাস্ত্র। গতিবেগ ৫,৫৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ১৫ কেজি বিস্ফোরক বহনে সক্ষম অস্ত্র। ওডিশার উপকূলে সুখোই এম-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে অস্ত্র ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। পরীক্ষায় সফল হয়েছে সেটি। প্রতিরক্ষামন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, আকাশে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে ভারতের প্রথম আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। ডিআরডিও ও বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।