নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক উড়ানের অনুমতির জন্য আইন ভাঙায় এয়ার এশিয়ার সিইও টনি ফার্নান্ডেজের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই। একই অভিযোগে টনি ফার্নান্ডেজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তদন্তকারী সংস্থাটি। সিবিআইয়ের দাবি, উড়ান বিধির ৫/২০ ধারা ভেঙেছে এয়ার এশিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বিধি অনুসারে কোনও ঘরোয়া বিমানসংস্থার উড়ানের অনুমতি পেতে অন্তত ৫ বছর সক্রিয়ভাবে বিমান পরিচালনার অভিজ্ঞতা থাকতে হয়। সঙ্গে থাকতে হয় অন্তত ২০টি বিমানের বহর। 


রুশ ক্ষেপণাস্ত্র কিনলে মিলবে না মার্কিন সশস্ত্র ড্রোন, ভারতকে হুঁশিয়ারি মার্কিন কর্তার


টনি ফার্নন্ডেজ ছাড়াও এফআইআর-এ নাম রয়েছে এয়ার এশিয়ার ডিরেক্টর আর ভেঙ্কটরমন-সহ একাধিক পদস্থ কর্তার। এই তদন্তে ইতিমধ্যে বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লির একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। সিবিআই-এর দাবি, সরকারি আধিকারিকদের প্রভাবিত করে এই বিধি ভঙ্গ করেছেন টনি।