নিজস্ব প্রতিবেদন: বিমান থেকেই এবার ফেসবুক আপডেট দেওয়া ‌যাবে। কারণ এবার বিমানেই মিলবে ওয়াইফাই পরিষেবা। তবে এর জন্য টিকিটের দাম বাড়তে পারে কমপক্ষে ২০-৩০ শতাংশ। ফলে এনিয়ে খানিকটা বেকায়দায় দেশের বিমান পরিবহন সংস্থাগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পেছনে ফলে দেবে শতাব্দী-কে, জুনেই আসছে ২টি সেমি হাইস্পিড ট্রেন


উল্লেখ্য, সম্প্রতি ট্রাই বিমানে ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা দেওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। কিন্তু সেসব আর্ন্তদেশিয় বিমানগুলি কম ভাড়ায় ‌যাত্রী পরিবহন করে তারা সমস্যায় পড়েছে। বিমানে নেটের সুবিধা দিতে গেলে বেশ খরচ রয়েছে। তা ভাড়া থেকেই তুলে হবে। ফলে সেই ভাড়া ‌যাত্রী সংখ্যার উপরে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


সূত্রের খবর, আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা বিমানে ইন্টারনেটের সুবিধা দিতে গেলে খরচ হতে পারে ঘণ্টায় ৫০০-১০০০ টাকা। ‌যেসব ‌যাত্রী আগাম ১২০০-২৫০০ টাকার টিকিট কাটেন তাদের কীভাবে ওই টাকার মধ্যে ইন্টারনেট দেওয়া ‌যাবে তা নিয়েই ভাবনাচিন্তা চলছে।