ওয়েব ডেস্ক: সংসদ শুরুর আগে সর্বদল বৈঠক। তাতে ঝড় তুলতে তৈরি বিরোধীরা। পুরোভাগে অবশ্যই তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন আজ সন্ধেয় সর্বদল বৈঠক ডেকেছেন। তাতে যোগ দেবেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর নৈশভোজে মিলিত হবেন সকলে। নৈশভোজে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পেনসনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বরের বদলে ১৫ই জানুয়ারি, ২০১৭ করা হল


কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর কাজটা সর্বদল বৈঠক থেকেই শুরু করতে চায় তৃণমূল কংগ্রেস। অধিবেশনের প্রথম দিনই লোকসভায় মুলতুবি প্রস্তাব চেয়ে নোটিস দেবে তৃণমূল। রাজ্যসভার জন্য ইতিমধ্যেই নোটিস দিয়েছে তারা। রাজ্যসভায় নোট বাতিল নিয়ে আলোচনা চেয়ে নোটিস দিয়েছে কংগ্রেসও।


এদিকে, বিজেপি মনে করছে টাকা বাতিলের সিদ্ধান্তে জনমত তাদের পক্ষেই রয়েছে। বাজার থেকে হঠাত্‍ টাকা উধাও হয়ে যাওয়ার দুর্ভোগ বিশেষ কোনও আপত্তি ছাড়াই মেনে নিয়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নোট বদল কিংবা টাকা তোলা। সাধারণ মানুষের অসুবিধা নিয়ে বিরোধীরা সোচ্চার। তবে আম জনতার পক্ষ থেকে তেমন কোনও আপত্তি ওঠেনি। জনগণের ধৈর্যকে হাতিয়ার করেই বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে তৈরি হচ্ছে বিজেপি।