`সব অবাঞ্ছিত শারীরিক স্পর্শই যৌন হেনস্থা নয়`, রায় দিল্লি হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদন : অবাঞ্ছিত শারীরিক স্পর্শ হলেই তাকে যৌন হেনস্থা বলা যেতে পারে না। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের এক কর্মীর দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট।
সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। অভিযোগ, গবেষণাগারে ঢুকে তাঁর সিনিয়র ওই সহকর্মী গবেষণার যন্ত্র বন্ধ করে দেন। এরপর তাঁর হাত থেকে গবেষণার নমুনা কেড়ে নিয়ে, তাঁকে ধাক্কা মেরে গবেষণাগার থেকে বের করে দেন। এই ঘটনায় ওই সিনিয়র সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মহিলা গবেষকটি।
সংস্থার অন্তর্বর্তী তদন্তের পর ক্লিন চিট দেওয়া হয় অভিযুক্ত সিনিয়রকে। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান ওই মহিলা। সংস্থার সিদ্ধান্তকেই বহাল রেখে বিচারপতি ভিভু বাখরু বলেন, সব অবাঞ্ছিত শারীরিক স্পর্শকেই যৌন হেনস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে না। সেই স্পর্শকেই যৌন হেনস্থা বলে উল্লেখ করা যাবে, যেখানে যৌন নিগ্রহ করার চেষ্টা করা হয়েছে।
এক্ষেত্রে কথা কাটাকাটির সময় অভিযোগকারী মহিলার হাত ধরেছিলেন অভিযুক্ত। কিন্তু সেখানে যৌন নিগ্রহের কোনও উদ্দেশ্য ছিল না। তর্কাতর্কির সময় ঘটনা পরম্পরায় এটা ঘটেছে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন, "রাহুলের জন্যই আজ আমার ছেলে পাইলট হয়েছে", কৃতজ্ঞতাপ্রকাশ নির্ভয়ার মায়ের