ওয়েব ডেস্ক : উদ্ধার হলেন, আন্দামানে আটকে পড়া সব পর্যটকরাই। হ্যাভলক ও নীল দ্বীপ থেকে সবাইকেই নিয়ে আসা হয়েছে পোর্ট ব্লেয়ারে। এবার বাড়ি ফেরার পালা। সেনার তরফে এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়, অপারেশন মদত। উদ্ধারে নামে বায়ুসেনার চপার। নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর জাহাজও উদ্ধারকাজ চালায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ঝঞ্ঝাবিধ্বস্ত হ্যাভলক আইল্যান্ড থেকে উদ্ধার ৩২৭ জন পর্যটক


গতকাল থেকে সেখানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আবহাওয়ার। ইতিমধ্যে উদ্ধার হয়েছেন এরাজ্যের আটকে পড়া পর্যটকরাও। হ্যাভলকে আটকে পড়েছিলেন রাজ্যের প্রায় চোদ্দোশে পর্যটক। নীল আইল্যান্ডেও ছিলেন রাজ্যের চারশো জন। আটকে পড়া পর্যটকদের ফেরাতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। গতরাতেই একদল পর্যটক ফিরেছেন কলকাতায়। বাকিরাও আজ ও আগামিকালের মধ্যে বিভিন্ন ফ্লাইটে রাজ্যে ফিরবেন।