ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, CBI-এর নতুন প্রধান হচ্ছেন অলোক ভার্মা। বর্তমানে তিনি দিল্লি পুলিশ কমিশনার পদে কর্মরত। আগামী দু বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি। CBI প্রধান পদে তাঁর নিয়োগে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CBI প্রধান পদ থেকে অনিল সিনহার অবসরের পর গুজরাট ক্যাডারের অফিসার রাকেশ আস্থানাকে অস্থায়ীভাবে CBI প্রধানের পদে নিয়োগ করা হয়। যদিও রাকেশ আস্থানার নিয়োগ নিয়ে ওঠে প্রশ্ন। এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষপদে কোনও অস্থায়ী প্রধান নিয়োগ হন।


আরও পড়ুন, বলিউডে খাতা খুলতে চলেছেন অনুপম হাজরা


"থ্যাঙ্ক ইউ পার্টনার"! মোদীকে বিদায়ী ফোন ওবামার